News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৮, ৯ আগস্ট ২০২৫

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার ভিডিও ভাইরাল

শেরপুরে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছেন। 

ঘটনাটি শুক্রবার (৮ আগস্ট) জেলার শ্রীবরদী উপজেলার মধ্যপাড়া গ্রামে ঘটে।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, অভিযুক্তের নাম খলিলুর রহমান। ছেলেমেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে অসুস্থ শয্যাশায়ী স্ত্রীকে একাই দেখভাল করতেন তিনি। বৃদ্ধ বয়সে মানসিক চাপ ও সমস্যা নিয়ে সেবা দিতে গিয়ে অসুস্থ স্ত্রীর প্রতি এমন কাণ্ড ঘটান খলিলুর।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও দুইজন গ্রেফাতার

শুক্রবার সকালে ঘর থেকে স্ত্রীকে টেনে বাড়ির উঠানে কবর দেয়ার চেষ্টা করেন তিনি। ভিডিওটি দেখে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলে খলিলুর পালিয়ে যান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়