News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৬, ৯ আগস্ট ২০২৫

চ্যাট জিপিটিতে আসছে ৬ বড় পরিবর্তন

চ্যাট জিপিটিতে আসছে ৬ বড় পরিবর্তন

ছবি: ইন্টারনেট

ওপেনএআই চ্যাটজিপিটিতে একগুচ্ছ নতুন ফিচার আনছে, যার মাধ্যমে আপনি এর উত্তরকে একটি নির্দিষ্ট ‘বৈশিষ্ট্য’ দিতে পারবেন এবং এর ইন্টারফেসও নিজের মতো করে সাজাতে পারবেন।

জিপিটি-৫ অবশেষে হাজির হয়েছে। বহু প্রতীক্ষিত এই কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের ঘোষণা দেওয়ার পাশাপাশি, ওপেনএআই চ্যাটজিপিটিতে আসন্ন বেশ কিছু আপডেটেরও ঝলক দেখিয়েছে- যা ভিজ্যুয়াল পরিবর্তন থেকে শুরু করে চ্যাটবটের কর্মদক্ষতার উন্নয়ন পর্যন্ত বিস্তৃত।

এবার জেনে নেওয়া যাক, চ্যাটজিপিটিতে আপনি কী কী নতুন পরিবর্তন দেখতে পাবেন।

মডেল পিকারকে বিদায় দিন
জিপিটি-৫ চালুর সঙ্গে সঙ্গে ওপেনএআই মডেল পিকার তুলে দিচ্ছে এবং জিপিটি-৪ও, জিপিটি-৪.১ ও জিপিটি-৪.৫ সহ বহু পুরনো মডেলকে অবসরে পাঠাচ্ছে। এখন চ্যাটজিপিটি ডিফল্টভাবে জিপিটি-৫ এ চলবে। এতে থাকবে একটি “সিঙ্গেল অটো-সুইচিং সিস্টেম” যা নতুন মডেলগুলোকে একত্রে মিশিয়ে একটি দ্রুততর, বুদ্ধিমান মডেলে পরিণত করবে- ফলে ভিন্ন কাজে ভিন্ন মডেলে সুইচ করার প্রয়োজন হবে না।

তবে চ্যাটজিপিটি প্লাস, প্রো এবং টিম ব্যবহারকারীরা এখনও মডেল পিকার ব্যবহার করে জিপিটি-৫ বা জিপিটি-৫ থিংকিং-এ স্যুইচ করতে পারবেন। প্রো ও টিম ব্যবহারকারীরা পাবেন জিপিটি-থিংকিং প্রো-তেও প্রবেশাধিকার।

চ্যাটজিপিটিতে যুক্ত হলো চারটি আলাদা উত্তরের ভঙ্গি
সবচেয়ে বড় আপডেটগুলোর মধ্যে একটি হলো টেক্সটভিত্তিক উত্তর দেওয়ার সময় চার ধরনের নতুন “উত্তরের ভঙ্গি” বেছে নেওয়ার সুবিধা। 

ইন্টারনেট ছাড়াই চলবে নুসুক অ্যাপ

আরও উন্নত ‘ভাইব কোডিং’
‘ভাইব কোডিং’ বা প্রাকৃতিক ভাষায় নির্দেশ দিয়ে কোড তৈরি করানোর ক্ষমতা এবার চ্যাটজিপিটিতে আরও উন্নত হয়েছে। ওপেনএআই জানাচ্ছে, জিপিটি-৫ জটিল ও বিস্তারিত প্রম্পট বোঝার ক্ষেত্রে আরও দক্ষ — বিশেষত অ্যাপ বা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে। এখন যা তৈরি হবে, তা ক্যানভাসে খুলে দেখা ও সরাসরি ইন্টারঅ্যাক্ট করাও সম্ভব হবে।

অ্যাপ কাস্টমাইজেশনের আরও সুযোগ
চ্যাটজিপিটির ইন্টারফেস সাজানোর নতুন সুযোগ আসছে। এবার আপনি একটি একসেন্ট কালার সেট করতে পারবেন, যা আপনার কথোপকথনের বাবল, ভয়েস বাটন এবং হাইলাইটেড টেক্সটের রং বদলে দেবে।

ওয়েবে করতে হলে, প্রোফাইল আইকনে ক্লিক করে Settings > General- এ যান, তারপর Accent color ড্রপডাউন থেকে একটি রং বেছে নিন। মোবাইলে করতে হলে, প্রোফাইল ছবিতে ট্যাপ করে Personalization -এ গিয়ে Color Scheme নির্বাচন করুন।

আপনার সঙ্গে মানিয়ে নেওয়া উন্নত ভয়েস মোড
চ্যাটজিপিটির উন্নত ভয়েস মোড- যা আরও স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ দেয়- এবার পেইড ব্যবহারকারীদের জন্য আরও ভালোভাবে নির্দেশ বুঝতে পারবে, এমনকি এর কথাবলার ধরনও বদলানো যাবে।

ওপেনএআই ঘোষণা দিয়েছে যে স্ট্যান্ডার্ড ভয়েস মোড তুলে দেওয়া হবে। তবে পেইড ব্যবহারকারীদের জন্য উন্নত ভয়েস মোড প্রায় সীমাহীন ব্যবহারযোগ্য হবে এবং ফ্রি ব্যবহারকারীরাও বাড়তি ঘণ্টা ব্যবহার করতে পারবেন। উন্নত ভয়েস মোড এখন কাস্টম জিপিটিতেও কাজ করবে।

সহজেই জিমেইল ও গুগল ক্যালেন্ডার সংযোগ
সবশেষে, ওপেনএআই আপনার জিমেইল অ্যাকাউন্ট ও গুগল ক্যালেন্ডার চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করার কাজ আরও সহজ করছে। উদাহরণস্বরূপ, যদি আপনি লেখেন- আগামীকাল আমার সূচি সাজিয়ে দাও- তাহলে চ্যাটজিপিটি আপনাকে জি-মেইল বা ক্যালেন্ডার সংযুক্ত করতে বলবে। একবার সংযোগ হয়ে গেলে, এটি আপনার সূচি ও ই-মেইল থেকে তথ্য নিয়ে দিন পরিকল্পনা করবে, মিস হওয়া ই-মেইলের খবর দেবে এবং আরও অনেক কিছু করবে।

এই সুবিধাটি আগামী সপ্তাহে প্রো ব্যবহারকারীদের জন্য আসছে, এরপর ধাপে ধাপে অন্য ব্যবহারকারীদের জন্যও চালু হবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়