News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৬, ৯ আগস্ট ২০২৫

প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মোদিকে সতর্ক করলেন শারদ 

প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে মোদিকে সতর্ক করলেন শারদ 

ছবি: সংগৃহীত

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারকে সতর্ক করেছেন দেশটির ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান শারদ পাওয়ার। 

তিনি বলেছেন, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়ছে যা উপেক্ষা করা যায় না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুরুত্ব দেয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৯ আগস্ট) মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন শারদ পাওয়ার।
 
রাশিয়া থেকে তেল কেনায় গত বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশ স্বাক্ষর করে ভারতের ওপর শুল্কের পরিমাণ বাড়িয়ে ৫০ শতাংশ করেন ট্রাম্প। এর মধ্যে ২৫ শতাংশ শুল্ক গত বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। বাকি ২৫ শতাংশ আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।
 
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরের কুলগামে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত

ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নিয়ে শারদ পাওয়ার বলেন, ‘ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের চাপ দেয়ার একটি কৌশল। এ মূহূর্তে জাতীয় স্বার্থ রক্ষায় আমাদের ভারতীয় জনগণের উচিত সরকারকে সমর্থন দেয়া।’
 
এ সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেন প্রবীণ এই রাজনীতিক। তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্কের বিষয়টি আমরা উপেক্ষা করতে পারি না। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে, অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো দেশগুলোও আমাদের সঙ্গে খুশি নয়। তারা আমাদের থেকে সরে যাচ্ছে। আমি মনে করি মোদির এ বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কোন্নয়নে আমাদের মনোযোগ দিতে হবে।’
সূত্র: ইকনমিক টাইমস

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়