লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

ছবি: সংগৃহীত
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী লাহোরের মানাওয়ান এলাকায় একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
শনিবার (৯ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পরপরই ড্রোনটির গতিবিধি শনাক্ত করে গুলি করে নামানো হয়। এতে কোনো বিস্ফোরক না থাকায় ধারণা করা হচ্ছে, এটি নজরদারির উদ্দেশ্যেই ব্যবহার হচ্ছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ড্রোনটি ভারতের। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য আসেনি।
গত ১০ মে ভারত-পাকিস্তানের কয়েকদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান হলেও ড্রোন উড্ডয়নের ঘটনায় সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সাম্প্রতিক সংঘাতে ভারতীয় সেনারা ইসরাইলের তৈরি হারফি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত কোনো আগ্রাসন চালালে পাকিস্তান ভারতের বাণিজ্যিক অঞ্চলে পাল্টা হামলা চালাবে। টার্গেটের তালিকায় রয়েছে কলকাতা, জামশেদপুর ও রাঁচি।
আরও পড়ুন: দারফুরে আমিরাতের বিমানে সুদানের বোমা হামলা, নিহত ৪০
অন্যদিকে, সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এক বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘প্রেসিডেন্ট অব পিস’ হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তৃতীয় পক্ষের ভূমিকার কথা বলেন। তবে ভারত ও পাকিস্তান উভয়ই এখনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিতে রাজি নয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি