News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ৯ আগস্ট ২০২৫
আপডেট: ১২:০৬, ৯ আগস্ট ২০২৫

ইসরায়েলি হামিলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার

ইসরায়েলি হামিলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৬০ হাজার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শুক্রবার (৮ আগস্ট) দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৭২ জন নিহত এবং প্রায় ৩১৪ জন আহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৩০ জনে।

শনিবার (৯ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অভিযানের শুরু থেকে আহত হয়েছেন আরও ১ লাখ ৫২ হাজার ৩৫৯ জন ফিলিস্তিনি। নিহতদের হিসাবের মধ্যে শুধু হাসপাতালে আনা ব্যক্তিরাই অন্তর্ভুক্ত, ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে থাকা বহু মৃতদেহ উদ্ধার সম্ভব হয়নি।

শুক্রবার নিহতদের মধ্যে ১৬ জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭২ জনে। মন্ত্রণালয় জানায়, ইসরায়েল খাদ্য ও ত্রাণ প্রবেশ সীমিত করায় সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে। না খেতে পেয়ে ও অপুষ্টিতে মারা গেছেন ২০১ জন, যার মধ্যে ৯৮ জন শিশু।

আরও পড়ুন: লাহোরে ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলায়ও অভিযুক্ত ইসরায়েল। তবুও হামলা অব্যাহত রয়েছে, যা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়