News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৮, ৮ আগস্ট ২০২৫

পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায়

পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার ঢাকায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাকিস্তানের অভিজ্ঞ কূটনীতিক ইমরান হায়দার। 

শুক্রবার (৮ আগস্ট) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান এবং সরাসরি বারিধারার পাকিস্তান হাইকমিশনে যোগ দেন।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমরান হায়দারকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তিনি সদ্যবিদায়ী হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি গত ১১ মে হঠাৎ করে ঢাকায় নিজের কর্মস্থল ত্যাগ করেন।
সাধারণত কোনো বিদেশি কূটনীতিক কর্মস্থল ত্যাগ করলে স্বাগতিক দেশকে তার নির্দিষ্ট সফরসূচি এবং ফেরার তারিখ জানানো রীতি। তবে সৈয়দ মারুফের ক্ষেত্রে পাকিস্তান হাইকমিশন শুধু তার ঢাকা ত্যাগের তথ্য জানিয়েছিল ১১ মে তারিখে।

পরবর্তীতে হাইকমিশন অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে জানায় যে, মারুফ দুই সপ্তাহের ব্যক্তিগত ছুটিতে রয়েছেন। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তিনি আর ঢাকায় ফেরেননি এবং এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এই পরিস্থিতিকে ঘিরে কূটনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছে। 

ঢাকাস্থ কূটনৈতিক সূত্রগুলোর মতে, মারুফের আকস্মিক ও দীর্ঘ অনুপস্থিতি ছিল অস্বাভাবিক ও অস্পষ্টভাবে ব্যাখ্যাহীন, যা দুই দেশের মধ্যকার কূটনৈতিক যোগাযোগে সাময়িক বিভ্রান্তির জন্ম দেয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, নতুন হাইকমিশনার ইমরান হায়দার একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি ১৯৯৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তার প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি বিশ্বের নানা গুরুত্বপূর্ণ মিশনে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণেই দ্বিতীয় স্বাধীনতা: শিল্প উপদেষ্টা

তার উল্লেখযোগ্য নিয়োগগুলো হলো:

  • মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূত (২০২৪–২০২৫)
  • তাজিকিস্তানে রাষ্ট্রদূত (২০১৯–২০২৩)
  • তেহরানে ডেপুটি হেড অব মিশন (২০১৬–২০১৯)

এছাড়া তিনি মাদ্রিদ, নয়াদিল্লি, সংযুক্ত আরব আমিরাত (UAE) এবং নিউইয়র্কে স্থায়ী মিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বাংলাদেশে নিযুক্ত হওয়ার আগে তিনি মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন এবং সেখান থেকেই ঢাকা মিশনে যোগদান করেন।

বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার পদটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষত আঞ্চলিক কূটনীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

সম্প্রতি ইসলামাবাদ ও ঢাকার মধ্যে কিছু বিষয়ে মতবিরোধ, যেমন ভিসা জটিলতা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংক্রান্ত অবস্থান ও বিভিন্ন ফোরামে বক্তব্য নিয়ে আলোচনা চলছিল। এই প্রেক্ষাপটে নতুন কূটনীতিক হিসেবে ইমরান হায়দারের নিয়োগকে ইসলামাবাদ একটি স্থিতিশীল ও পেশাদার কূটনৈতিক বার্তা হিসেবে দেখাতে চাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

সৈয়দ মারুফের বিতর্কিত অনুপস্থিতির পর ইমরান হায়দারের আগমন ঢাকায় পাকিস্তান মিশনের নেতৃত্বে একটি প্রশাসনিক পুনর্গঠন বলেই মনে করা হচ্ছে। তার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে ঢাকার মতো সংবেদনশীল কূটনৈতিক পোস্টে কাজ করতে সহায়ক হবে বলে কূটনৈতিক মহলের অভিমত।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়