News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২০, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০২, ১৮ জানুয়ারি ২০২০

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১, আহত ৩

লালমনিরহাটে বজ্রপাতে নিহত ১, আহত ৩

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় সোমবার বিকেলে আকস্মিক বজ্রপাতে আমিনুর ইসলাম (৩৭) নামের এক ব্যক্তি নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

নিহত আমিনুর ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ঈদগাহ মাঠের পশ্চিমপাশের এলাকার মৃত আকাশুর ছেলে।

এলাকাবাসী ও উপজেলা হাসপাতাল সূত্র জানায়,“উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার জসিমুদ্দিনের ছেলে রুহুল আমীন (২৭), সফিকুল ইসলামের ছেলে নাজমুল (২৫), একই উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী এলাকার ইসমাইল হোসেনের মেয়ে নূর বানু (১০), একই এলাকার ফরিদুলের মেয়ে ফেরদৌসি(১৬), দহগ্রাম ইউনিয়নের কালারডাঙ্গা এলাকার আজিজুল হকের ছেলে জয়নাল আবেদিন (২৫) আহত হয়েছেন।    

পাটগ্রাম উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রণব কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত আমিনুর রহমানকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। আহত অপর পাঁচজন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়