News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০২, ১৮ জানুয়ারি ২০২০

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

ঢাকা: সোমবার দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু, শিক্ষক ও পরীক্ষার্থীও রয়েছেন।

নিউজবাংলাদেশ.কমকে নওগাঁ, হবিগঞ্জ, মেহেরপুর, বগুড়া, টাঙ্গাইল ও খুলনা সংবাদদাতা এ তথ্য নিশ্চিত করেছেন।

নওগাঁ সংবাদদাতা জানান, সোমবার নওগাঁর নিয়ামতপুর উপজলোর আড্ডা বাজার নামক স্থানে বেলা  ১১টার দিকে যাত্রীবাহী বাসের চাপায় ইসরাইল হোসনে (৩৫)  নামে এক পথচারী নিহত হয়েছেন।

নিহত ইসরাইল হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর পূর্বপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিয়ামতপুর থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নওগাঁ থেকে একটি যাত্রীবাহী বাস (চট্টগ্রাম, জ-১৭১৫) নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজারে যাচ্ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ইসরাইলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই  মারা যান ইসরাইল হোসেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই আব্দুর রাজ্জাক ।

হবিগঞ্জ সংবাদদাতা জানান, সোমবার বিকেল সাড়ে ৪টায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষকের করুণ মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষক মাওলানা ইমদাদুর রহমান (৫২) ছিলেন দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলানা। তার বাড়ি নবীগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে।

শিক্ষকের মৃত্যুর খবর পেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

সূত্র জানায়, শিক্ষক মৃত্যুর দৃশ্য দেখে কেউ আর আবেগ ধরে রাখতে পারেননি। সবাই মিলে অবরোধ করেছেন মহাসড়ক। তাদের ছিল একটাই দাবি, তারা সড়কে আর প্রিয়জন হারাতে চান না।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, “সোমবার বিকেলে স্কুল ছুটি হলে মাওলানা ইমদাদুর রহমান বাড়ি যাওয়ার জন্য স্কুলের গেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ট্রাকে এসে চাপা দিলে ঘটনাস্থলেই শিক্ষকের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।

গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আরিফ জানান, “জনগণ রাস্তা অবরোধ করে রাখায় উভয় দিকে হাজার হাজার গাড়ি আটকা পড়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

মেহেরপুর সংবাদাদাতা জানান, মেহেরপুরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ইট বোঝাই ট্রলির নিচে চাঁপা পড়ে উষা (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশু উষা সদর উপজেলার গোভীপুর গ্রামের ওয়াসিম আলীর মেয়ে। সে গোভীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।

সোমবার দুপুরে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ১২ টার দিকে গোভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী উষা স্কুল শেষ করে বাড়ি ফিরছিল।

পথে সে গোভীপুর বাজারের কাছে পৌঁছালে রাস্তাপারাপারের সময় অপরদিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রলি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে ট্রলিতে পিষ্ট হয়ে মারা যায়। এদিকে, বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রলিটিকে আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।

এছাড়া এদিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ট্রাক চাপায় ২ দাখিল পরীক্ষার্থী, খুলনায় একজন এবং বগুড়া সদরের গোকুলে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়