News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪২, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০৩, ১৮ জানুয়ারি ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় গৃহবধূর লাশ উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপার ফাজিলপুর গ্রামে রোকসানা (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সুজাত আলীর স্ত্রী। রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান, “জেলার শৈলকুপা পৌর এলাকার ফাজিলপুর গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে সুজাত আলীর সাথে একই উপজেলার গাড়াগঞ্জ আশ্রয়ণ কেন্দ্রের রবিউল ইসলামের মেয়ে রোকসানার গত এক বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় রোকসানার দরিদ্র পিতা ৫০ হাজার টাকা যৌতুক দেন। বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে রোকসানার শাশুড়ী তার উপর নির্যাতন চালিয়ে আসছিলেন।”

তিনি আরো জানান, “গতকাল রাত ১০টার দিকে স্বামীর বাড়িতে রোকসানার মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোকসানার স্বামীর বাড়ির সবাই পলাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যার মুল কারণ জানা যাবে।”

রোকসানাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে রোকসানার চাচা আল আমিন আভিযোগ করেছেন। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়