News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ২১:০৩, ১৮ জানুয়ারি ২০২০

গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার শৈলগাছি ইউনিয়নের চকচাপাই গ্রামের রোববার গভীর রাতে রিতা বেগম (২৬) নামে এক গৃহবধূকে হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।

আজ সোমবার সকালে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবারের সদস্যরা।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নির্যাতিতা গৃহবধূ ওই গ্রামের গভীর নলকুপ পাহারাদার মোসলেম উদ্দিনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়,“বেশ কিছুদিন ধরে প্রতিবেশী আব্দুল জব্বারের ছেলে সানোয়ার হোসেনের সাথে সজিনার গাছ নিয়ে কলহ বিবাদ চলে আসছিল। এর জের ধরে রোববার রাত দুটার দিকে সানোয়ার ও তার সাথে অজ্ঞাত পরিচয় আরও ২/৩জন যুবক মিলে স্বামীর পরিচয় দিয়ে ঘরের ভেতর প্রবেশ করে।”

তারা আরও জানায়, “এ সময় গৃহবধূর স্বামী মোসলেম গ্রামের পাশে একটি মাঠে গভীর নলকুপ পাহারায় ছিলেন। সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করেই রিতার মুখ, হাত-পা বেঁধে তাকে নির্যাতন চালায়।”

সোমবার সকালে মোসলেম উদ্দিন বাড়ি ফিরে স্ত্রীকে অজ্ঞান অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে রিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নওগাঁ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরশাদ হোসেন জানান, “তার শারিরিক অবস্থা ভালো নয়, তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেয়া হয়েছে।”

ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে সানোয়ারকে গ্রামে আটকে রাখে।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি (তদন্ত) শামসুল আলম জানান, “খবর পেয়ে আহত গৃহবধূ রিতার খোঁজখবর নেওয়া হয়েছে এবং তার পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে। তারা অভিযোগ করলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়