News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৩, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০২০

রাজমিস্ত্রিকে গুলি করে হত্যা

রাজমিস্ত্রিকে গুলি করে হত্যা

যশোর: রোববার রাতে যশোরের মণিরামপুর উপজেলার বাগডাঙ্গা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে মনোয়ার হোসেন নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

নিহত মনোয়ার হোসেন বাগডাঙ্গা গ্রামের মৃত বুলবুল হোসেনের ছেলে।
 
স্থানীয় বাসিন্দারা জানান, “মনোয়ার হোসেন আওয়ামী লীগের কর্মী ছিলেন।”

মণিরামপুর এলাকাবাসী জানায়, “রাতে বাড়ি থেকে বেরিয়ে বাগডাঙ্গা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন সেখানে গিয়ে মনোয়ারকে লক্ষ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। গুলি মনোয়ারের পেটে বিদ্ধ হয়। সাথে সাথে উপস্থিত লোকজন তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার সাঈদ সিদ্দিকী তাকে মৃত ঘোষণা করেন।”

মণিরামপুর থানার ওসি খবির উদ্দিন জানান, “নিজেদের মধ্যেই ঘটনা ঘটেছে।”

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে মনোয়ার সাংবাদিকদের জানান, “হাসানুর ও লাল্টুসহ কয়েকজন গিয়ে তাকে গুলি করে ও পকেটে থাকা কিছু টাকা-পয়সা নিয়ে যায়।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়