পানের বরজ পুড়ে ছাই: ক্ষতিগ্রস্ত ৫ পানচাষী
ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পানের বরজে আগুন লেগে প্রায় চার বিঘা এলাকা পুড়ে ছাই হয়ে গেছে।
এতে পাঁচ পানচাষী ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার বিকাল চারটার দিকে উপজেলার সিংগী বাজার-মেগুরখিদ্দা মাঠের বিশাল এলাকার পানের বরজে হঠাৎ করে আগুন ধরে যায়।
কালীগঞ্জ, কোটচাঁদপুর ও ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও স্থানীয় শত শত মানুষ দিনভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
বিকেল পাঁচটারদিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায়।
সুত্র জানায়, আগুনে ওই এলাকার নারায়ণ চন্দ্র, জগবন্ধু, মাধাই দাস, সাধন ও উত্তমের পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








