News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৬, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৪, ১৮ জানুয়ারি ২০২০

সড়ক দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত, আহত ৩

সড়ক দুর্ঘটনায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত, আহত ৩

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় ট্রাক চাপায় ২ দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ পরীক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার ‌বেলটিয়া গ্রামের আব্দুল্লাহ মিয়ার মেয়ে মর্জিনা আক্তার, ও ইলিয়াস আলীর মেয়ে এলিজা আক্তার।
 
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, “হতাহতরা আজ সোমবার বেলা দেড়টার দিকে দাখিল পরীক্ষা শেষে অটোরিক্সাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের ১৮নং ব্রিজের কাছে একটি মালবাহী ট্রাক অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দাখিল মাদ্রাসার ২ ছাত্রী নিহত হয়। এ সময় আহত হয় আরো ৪ জন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

হতাহতরা কালিহাতী উপজেলার বেলটিয়া দাখিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়