বগুড়ায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ
বগুড়া: বগুড়া সদরের গোকুলে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওই স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বগুড়া-রংপুর মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে রাখে।
অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ে।
বগুড়ার পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান নিউজবাংলাদেশকে জানান, গোকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিয়াজ (১০) স্কুলে যাওয়ার সময় মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনার প্রতিবাদে স্কুলে ছাত্র শিক্ষক ও এলাকাবাসী বগুড়া-রংপুর সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ ছাত্র শিক্ষক ও এলাকাবাসী অবরোধ তুলে নেন।
রিয়াজ বগুড়া সদরের গোকুল গ্রামের মিলনের পুত্র। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের না করায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/আইএল/এফই
নিউজবাংলাদেশ.কম








