News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:০৮, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২৬, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে ফের ব্লগার খুন, আটক ২

রাজধানীতে ফের ব্লগার খুন, আটক ২

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ওয়াশিকুর রহমান (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি গণজাগরণ মঞ্চের কর্মসূচিতে অংশ নিতেন এবং ব্লগে লেখালেখি করতেন বলে জানিয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

সোমবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আরিফ ও জিকির নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।  

শিল্পাঞ্চল থানার এসআই হুমায়ুন কবীর নিউজবাংলাদেশকে জানান, সোমবার সকাল সাড়ে নয়টার দিকে তেজগাঁওয়ের বেগুনবাড়ি জীবিকা ঢাল নামক স্থানে ওয়াশিকুর রহমানকে কে বা কারা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। সংবাদ পেয়ে তিনি যুবকটিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে সকাল ১০টা ৩৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এসআই হুমায়ুন আরো জানান, নিহত যুবকের পকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্র অনুযায়ী তার পিতার নাম টিপু সুলতান, বাসা বেগুনবাড়ি।

এ ঘটনায় সন্দেহভাজন দুই জনকে জ্ঞিাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার নিউজবাংলাদেশকে বলেন, “নিহত যুবক ব্লগার ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা নিশ্চিত হওয়া গেছে।”

এ বিষয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার নিউজবাংলাদেশকে বলেন, “ওয়াশিকুর রহমান গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন না। তবে মঞ্চের কর্মসূচিতে আসতেন। তাকে একজন ব্লগার বলেই জানি।”

তিনি আরো বলেন, “বিচারহীনতার কারণেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে।”

ওয়াশিকুর রহমান মুক্তমনা ছিলেন বলেই খুন হয়েছেন কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ডা. ইমরান।

এর আগে ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায়কে। এ হত্যাকাণ্ডের কোনো ক্লু এখনো পাওয়া যায়নি। অভিজিতের স্ত্রী বন্যার অভিযোগ, হত্যাকণ্ডের সময় কাছেই পুলিশ দাঁড়িয়ে ছিল।

নিউজবাংলাদেশ.কম/ডিএমসি/এনএইচ/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়