১৩০ পিস ইয়াবাসহ আটক ১
ঝিনাইদহ: ঝিনাইদহের কোটচাঁদপুর শহর থেকে ইয়াবাসহ আরিফ হোসেন (৩০)নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার ভোররাতে তাকে আটক করা হয়। আটককৃত আরিফ যশোর জেলার চৌগাছা উপজেলার কোমরপুর গ্রামের মরহুম মোল্লার ছেলে।
তার কাছ থেকে একশ ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কোটচাদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, “রোববার ভোরে কোটচাঁদপুর শহরের চৌগাছা বাসস্ট্যান্ডে আরিফকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
ওসি আরও জানান, আটককৃত আরিফ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








