বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক ১
দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দরে এক বেকারি ব্যবসায়ীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে আহাদ আলী নামে এক বৃদ্ধকে আটক করেছে।
এ ঘটনায় অজ্ঞাত ৫/৬ জনসহ ১৩ জনকে আসামি করে চিরিরবন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, “উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ফেরুসাডাঙা গোয়ালপাড়া গ্রামের মৃত নজির উদ্দিনের পুত্র বেকারি ব্যবসায়ী আলম হোসেন (৩৫) শনিবার সন্ধ্যায় বাড়ি হতে পার্শ্ববর্তী দেবীগঞ্জ বাজারে বেকারি পণ্য দিতে গিয়ে আর বাসায় ফেরেননি।”
সূত্র আরও জানায়, রোববার স্ত্রী আরজিনা খাতুন দেবীগঞ্জ বাজারে লোকজনের কাছে তার স্বামীর খোঁজ খবর নিতে গেলে কেউ কিছু বলতে না পারায় দুপুরের দিকে তিনি বাড়ি ফেরার পথে দেবীগঞ্জ বাজারের উত্তরে রিয়াজ প্রামাণিকের বাঁশঝাড়ের পাশে ওয়াহেদ ডাক্তারের শুকনা ডোবায় স্বামীর লাশ দেখে চিৎকার করেন। এসময় বাজারের লোকজন দৌঁড়ে এসে লাশ দেখে চিরিরবন্দর থানায় সংবাদ দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পাঠায়। ঘটনাস্থল থেকে আহাদ আলী (৬৫) নামে একজনকে পুলিশ আটক করেছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী আরজিনা খাতুন বাদী হয়ে ৭ জনের নামসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, “আটক আহাদ আলীর সাথে নিহত আলমের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে পাল্টাপাল্টি মামলার বিরোধ চলছিল। এরই জের ধরে আলমকে রাতের আঁধারে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








