News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:২৫, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০২:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

নাস্তা নিয়ে ঝগড়া

স্ত্রীকে গরম পানিতে ঝলসে দিলেন স্বামী

স্ত্রীকে গরম পানিতে ঝলসে দিলেন স্বামী

ঢাকা: নাস্তা খাওয়াকে কেন্দ্র করে স্বামীর ছোঁড়া গরম পানিতে স্ত্রী নার্গিস বেগম (২৫) ঝলসে গেছে। স্বামীর নাম  জাহিদ।

গুরুতর অবস্থায় নার্গিস বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর পল্লবীর বিহারী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে নাস্তা খাওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করে বাইরে যায় স্বামী। পরে বেলা দুটায় বাসায় ফিরে আসেন তিনি। আগের ঝগড়ার সূত্রে ফের ঝগড়া হয় তাদের মাঝে। এর জের ধরে পুনরায় স্ত্রীকে মারতে গেলে নার্গিস স্বামীকে ধাক্কা দেন। এসময় জাহিদের মা কোহিনুর বেগম গরম পানি এনে ছেলের হাতে দিলে তিনি তা স্ত্রীর গায়ে ঢেলে দেন।

এ ঘটনায় গুরুতর আহত হন নার্গিস বেগম।

তাকে প্রথমে পল্লবী ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে নেওয়া হয়।

নার্গিস বেগমের বোন সুমী জানান, “তার বোনের এক ছেলে, এক মেয়ে রয়েছে। বোনের স্বামী কাজ করে না। সংসারের প্রতি লক্ষ নাই। বউকে প্রায়ই শারীরিক নির্যাতন করে। খাবার দিতে দেরি হলে গালি দেয়।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়