News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৪, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২১, ১৮ জানুয়ারি ২০২০

যুক্তরাজ্য সফরে শিল্পমন্ত্রী

যুক্তরাজ্য সফরে শিল্পমন্ত্রী

ঢাকা: উন্নত দেশগুলোর মান অবকাঠামো ও গুণগত মাননীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাজ্যে গেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল আজ যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রতিনিধিদল আগামী ১১ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মান ইন্সটিটিউট, অ্যাক্রেডিটেশন সংস্থা এবং গবেষণাগার পরিদর্শন করবেন।

ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং ইউনিডো ও নোরাডের কারিগরি সহায়তায় ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম (বিইএসটি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর করেছেন প্রতিনিধিদিল। বাংলাদেশে উৎপাদিত পণ্য ও সেবার গুণগতমান বিশ্বমানে উন্নীত করতে উন্নত মডেল দেশগুলোর আদলে প্রয়োজনীয় নীতি ও অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ এ সফরের অন্যতম লক্ষ্য।

সফরে ২৮-৩১ মার্চ লন্ডনে অবস্থিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন এবং ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস পরিদর্শন ও সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রতিনিধি দল।

প্রতিনিধিদল এসময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিসহ অন্যান্য মান সংস্থা ও গবেষণাগার পরিদর্শন করবেন। পরিদর্শনকালে এসব প্রতিষ্ঠানের মানোন্নয়ন সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। এর পাশাপাশি তারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মান অবকাঠামোর উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হবেন।

৮-১১ এপ্রিল কানাডার অটোয়ায় অবস্থিত কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশনের কার্যালয় পরিদর্শন করে সংস্থার কার্যক্রম সম্পর্কে সম্যক ধারনা নেবেন। এ সময় স্থানীয় শিল্প উদ্যোক্তা, মান গবেষক, পরীক্ষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন।

শিল্প মন্ত্রণালয় সূত্র জানায়, উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এ সফরের ফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় পণ্য ও সেবার গুণগত মানোন্নয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে ধারনা পাওয়া যাবে। পাশাপাশি এসব দেশে স্থাপিত মান অবকাঠামো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন সম্ভব হবে। এ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে বিশ্বমানের মান অবকাঠামো গড়ে তোলা সহজ হবে। এছাড়া, সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে জ্ঞান ও সুপারিশ বাংলাদেশের জাতীয় গুণগতমান (পণ্য ও সেবা) নীতি, ২০১৫ চূড়ান্তকরণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ছাড়া  পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এসএম গোলাম ফারুক, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, আইএমইডি’র প্রধান শেখ নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান মু. আনোয়ারুল আলম এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফএম মাহমুদ (কিরন) প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন।  

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়