News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৬, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২১, ১৮ জানুয়ারি ২০২০

সম্প্রীতির দেশ চায় সরকার: ভূমিমন্ত্রী

সম্প্রীতির দেশ চায় সরকার: ভূমিমন্ত্রী

পাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে নারী-পুরুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে একটি সম্প্রীতির দেশ গড়তে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।”

তিনি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শনিবার দুপুরে পাবনার আটঘরিয়া ডিগ্রি কলেজ মাঠে আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুল কুদ্দুস মোল্লা, ওয়াছিম উদ্দিন, আব্দুল কুদ্দুস খান, মোহাম্মদ আলী সরকার, মাহতাব উদ্দিন, শামসুর রহমান শামীম, মোজাহার মলিল্লক, আবদুর রহমান, মতিয়ার রহমান শেখসহ সদ্য নয় নেতার স্মরণে এ সভার আয়োজন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউর রহিম লাল, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়