News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৫, ২৮ মার্চ ২০১৫
আপডেট: ০৭:২২, ১৮ জানুয়ারি ২০২০

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী গুলিবিদ্ধ, আহত ৩ পুলিশ

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী গুলিবিদ্ধ, আহত ৩ পুলিশ

 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী দ্বীন মোহাম্মদ জিহাদ বাহিনীর প্রধান জিহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ। এ সময় তিন পুলিশ আহত হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার উত্তর জয়পুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় একটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার পর সহযোগী কয়েকজন সিএনজি যোগে বাড়ি ফেরার পথে সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিলের ইটপুকুরপাড় এলাকায় জিহাদ ও তার সহযোগী আলমগীর ও মহিন উদ্দিনসহ ৩ জনকে চাটখিল থানা পুলিশ আটক করে। এরপর গভীর রাতে জিহাদকে চন্দ্রগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। কিন্তু সহযোগীদের আর কোন হদিস মেলেনি। পরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ জিহাদকে নিয়ে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে গেলে জিহাদ বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতির টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে। এতে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে দুই পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় ১৫ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে তিন পুলিশ আহত হয়। জিহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জেলার সহকারী পুলিশ সুপার(সদর) জুনায়েদ কাউসার নিউজবাংলাদেশকে জানান, জিহাদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় খুন, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে জেলার শীর্ষ সন্ত্রাসী বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এসআই/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়