বাগেরহাটে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই বোনের মৃত্যু
বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়ীয়া এলাকায় বসতঘরে আগুনে পুড়ে দুই ভাইবোনের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে বড়বাড়ীয়া উনিয়নের গোলা গ্রামের চিংড়ি খামারি খোকন শেখের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও এসময় ঘুমান্ত অবস্থায় আগুনে পুড়ে খোকনের দুই সন্তান হাবিল (৭) ও চাঁদনী (৩) নিহত হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘোনা গ্রমের চিংড়ি খামারি খোকন দুপুরে খেয়ে দুই শিশু সন্তানকে ঘরে ঘুম পড়িয়ে রেখে স্ত্রীকে সাথে নিয়ে পার্শবর্তী চিংড়ি খামারে যান। এসময় তাদের রান্নাঘর থেকে আগুন লেগে তা বসত ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভাতে চেষ্টা চালান। ততক্ষনে বাড়িতে কেউ না থাকায় শিশু দুটি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ঘটনার দিন বিকেলে চুলার আগুন বসতঘরে লেগে দুই ভাই-বোনের মৃত্যু হয়। নিহত শিশু দু’টির লাশ উদ্ধার করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








