খুলনায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
খুলনার বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা সিএস ভাটা সংলগ্ন কাজীবাছা নদীর তীরে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়।
বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: রুপসা সেতুর নীচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার
বটিয়াঘাটা থানার ওসি জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








