News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৩, ৩১ আগস্ট ২০২৫
আপডেট: ২১:৩৪, ৩১ আগস্ট ২০২৫

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, উপাচার্যের বাসভবন ঘেরাও

বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, উপাচার্যের বাসভবন ঘেরাও

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতেই বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হন। বর্তমানে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে এদিন সকালে ৩ দফা দাবিতে জব্বারের মোড় এলাকায় ঢাকামুখী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

উল্লেখ্য, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলের বৈঠকে উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখেন। এ সময় ২২৭ জন শিক্ষক অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়