ফ্যাশনের আভিজাত্য নিয়ে উত্তরায় আম্বার লাইফস্টাইল
ঢাকা: চারপাশে আলো আঁধারির খেলা। কোথাও রঙিন কোথাও আবছা, মৃদু। সাউন্ড সিস্টেম থেকে ভেসে আসছে মায়াবী সুর। বিমোহিত, মনোমুগ্ধকর এক বিকেল।
রাজধানীর উত্তরায় এ বিকেলেই জড়ো হয়েছিলেন দেশের নামি দামি অনেকেই। ফ্যাশনে আভিজাত্যের ছোঁয়া নিয়ে যাত্রা শুরু করা আম্বার লাইফস্টাইলের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই ছিল এ আয়োজন।
উত্তরার ৯ নম্বর সেক্টরের ১/এ সড়ক। আম্বার লাইফস্টাইলের নতুন আউটলেটের ফিতা কাটতে উপস্থিত হন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এম এ হাসেম। সঙ্গে ছিলেন আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অনলাইন নিউজপোর্টাল নিউজবাংলাদেশ.কমের সম্পাদকমণ্ডলীর সভাপতি শওকত আজিজ রাসেল।
উপস্থাপকের ঘোষণা আসতেই অতিথিরা ফিতা কেটে নতুন আউটলেটের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তাদেরকে ফুল দিয়েও শুভেচ্ছা জানানো হয়।
পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম এ আউটলেটের শুভকামনায় দোয়াও পরিচালনা করেন। এরপর অতিথিরা বিপুল করতালির মধ্য দিয়ে কেকও কাটেন।
থরে থরে সাজানো বাহারি পোশাক। মনকাড়া সব ডিজাইন। সব বয়সী নারী পুরুষের পোশাক নিয়ে সাজানো এ আউটলেটটি এক এক করে ঘুরে দেখেন অতিথিরা। এসময় তারা এসব পোশাকের ভূয়সী প্রশংসা করেন।
প্রায় চারহাজার বর্গফুটের নতুন এ আউটলেটটি আম্বার লাইফস্টাইলের দ্বিতীয় আউটলেট। যমুনা ফিউচার পার্কে আম্বারের প্রথম আউটলেট রয়েছে।
আম্বার লাইফস্টাইলের ব্রাঞ্চ ইনচার্জ সাব্বির আহমেদ জানান, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, জিনস, থ্রি কোয়ার্টার ও প্যান্টের পাশাপাশি মেয়েদের শার্ট, টপসসহ সব ধরনের পোশাক পাওয়া যাবে এ আউটলেটে। সঙ্গে পাওয়া যাবে বাচ্চাদের পোশাকও।
এছাড়া লেডিস ব্যাগ, পার্টস, মানিব্যাগ, বেল্ট ও মনকাড়া সব পারফিউম পাওয়া যাবে আম্বার লাইফস্টাইলে।
আউটলেটটির ব্রাঞ্চ ইনচার্জ সাব্বির আহমেদ বলেন, “ফ্যাশনের সব শাখাতেই আমরা টাচ করেছি। একজন মানুষকে স্মার্টভাবে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় সব কিছুই পাওয়া যাবে এখানে।”
তিনি জানান, বিশ্বমানের উন্নত প্রযুক্তিতে তৈরি হয় আম্বারের পণ্য। সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করার পাশাপাশি এখানাকার পণ্য পাওয়া যাবে সুলভ মূল্যে। আম্বারের বিশেষ ফেব্রিক্স আরামদায়ক ও স্থায়িত্ব বেশি বলেও জানান তিনি।
আম্বার লাইফস্টাইল প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে তাদের ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও আম্বার লাইফস্টাইলের পেজে গিয়ে পাওয়া যাবে বিস্তারিত।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে/একে
নিউজবাংলাদেশ.কম








