শেয়ার ও অর্থ ৩০ জুনের মধ্যে ফিরিয়ে দিতে সিলেট মেট্রোকে নির্দেশ
আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকের আত্মসাৎ হওয়া শেয়ার ও অর্থ ফিরিয়ে দিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউস সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজকে নির্দেশ দেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বুধবারের সভায় এ নির্দেশ দেওয়া হয়। সভাশেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ২ নভেম্বর গ্রাহকের শেয়ার ও অর্থ ফিরিয়ে দেওয়ার জন্য সিলেট মেট্রো সিটিকে নির্দেশ দিয়ে সিএসইকে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বিষয়ে সিএসইর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গ্রাহকের শেয়ার ও অর্থ ফিরিয়ে দিতে প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়েছে। এ অবস্থায় কমিশন শেয়ার ও অর্থ ফেরত দেওয়ার সময় বাড়িয়ে ৩০ জুন করেছে। আর এ সময়ের মধ্যে প্রতিষ্ঠানটি বিএসইসির নির্দেশনা পরিপালন করছে কি না, তা তদারকির দায়িত্ব দেওয়া হয় সিএসই ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলকে।
এ ছাড়া কমিশনের গতকালের সভায় বেমেয়াদি আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ডের আকার বাড়ানোর প্রস্তাব-সংবলিত প্রসপেক্টাস অনুমোদন করা হয়। তাতে ফান্ডটির আকার বাড়িয়ে ২০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নতুন করে সংগ্রহ করা হবে ২ কোটি ১৩ লাখ টাকা। বাকি ১৭ কোটি ৮৭ লাখ টাকা পুরোনো ইউনিটধারীদের কাছ থেকে এরই মধ্যে ফান্ডটিতে জমা করা হয়েছে। এটি একটি মেয়াদি ফান্ড ছিল, সেটিকে রূপান্তর করে এখন বেমেয়াদি করা হয়েছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








