News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫১, ২৯ আগস্ট ২০২৫

এনসিটিতে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং রেকর্ড

এনসিটিতে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং রেকর্ড

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। 

নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫,০১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি কনটেইনার ছিল ২,১০১টি এবং রপ্তানি কনটেইনার ২,৯১৮টি। এটি বন্দরের ইতিহাসে একদিনে সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

সিডিডিএল গত ৭ জুলাই থেকে এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশনাল দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে জাহাজ থেকে কনটেইনার নামানো থেকে ডেলিভারি গেটে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপ দ্রুততর হয়েছে।

আরও পড়ুন: সবজির দাম নিয়ন্ত্রণের বাইরে, বাড়তি চাপ আটা-ময়দা ও ডালে

চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চারটি বার্থে মোট ১,০৯,২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। দৈনিক গড় হ্যান্ডলিং দাঁড়িয়েছে ৩,৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। 

এর আগের বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার প্রথম ৪৯ দিনে মোট ১,৭৪,৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১,১৯,২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসেই কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষ মানবসম্পদ, আধুনিক যন্ত্রপাতি ও কার্যক্রমের স্বয়ংক্রিয়তা এই রেকর্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বন্দরের উন্নত হ্যান্ডলিং হার দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও লজিস্টিক খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়