এসএমই ফাউন্ডেশনের নবম এজিএম অনুষ্ঠিত
ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের ৯ম বার্ষিক সাধারণ সভা-২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহর সভাপতিত্ব রাজধানীর ডেইলি স্টার ভবনের ‘এএস মাহমুদ মিলনায়তনে’ এ সভা অনুষ্ঠিত হয়। এসময় দেশের এসএমই খাতের বিস্তার ও উন্নয়নের ক্ষেত্রে যেকোনো পরামর্শ দিয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান হাবিব উল্লাহ।
বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম। সভায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের ২০১৩-২০১৪ সময়ের বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। এছাড়া, ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের নতুন তিনজন পরিচালক মনোনয়ন লাভ করেন।
সাধারণ সভায় ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো আবুল কাসেম, বিসিক-এর চেয়ারম্যান মো. আহমদ হোসেন খান, এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মিসেস মনোয়ারা হাকিম আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. রাজিয়া বেগম, বেঙ্গল প্যাসিফিকের ব্যবস্থাপনা পরিচালক শাহেদুল ইসলামসহ পরিচালনা পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








