News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৮, ২৭ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৪৯, ২ ফেব্রুয়ারি ২০২০

সন্ত্রাসে অর্থায়নের ইঙ্গিত পেলে জিরো টলারেন্স: ড. আতিউর রহমান

সন্ত্রাসে অর্থায়নের ইঙ্গিত পেলে জিরো টলারেন্স: ড. আতিউর রহমান

ঢাকা: সন্ত্রাসে অর্থায়নে জড়িত থাকার সামন্য পরিমান ইঙ্গিত পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি জিরো টলারেন্স দেখানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

কক্সবাজারের স্থানীয় একটি হোটেলে শুক্রবার মানিলন্ডারিং প্রতিরোধ সংক্রান্ত এক সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনদিন ব্যাপী ‘প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত কয়েক মাসের অস্থির সময়ে সন্ত্রাসীদের তৎপরতার মধ্যেও মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘সন্ত্রাসে অর্থায়নের সামান্য ইঙ্গিত পেলেই আমরা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জিরো টলারেন্স দেখাবো। এ বিষয়ে আপনাদের ওপর ন্যস্ত দায়িত্ব যে নিষ্ঠার সঙ্গে পালন করবেন তা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি।’

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন জঙ্গি সংগঠনের আবির্ভাব ঘটছে। এসব জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ জঙ্গি তৎপরতা বাংলাদেশসহ বিভিন্ন দেশের জন্যে হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

ব্যাংকিং খাতের মাধ্যমে যাতে জঙ্গি তৎপরতা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুকূলে অর্থায়ন করা না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আরো বলেন,  গ্রাহক পরিচিতির সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করতে হবে এবং লেনদেন যথাযথভাবে মনিটরিং করতে হবে। মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বিএফআইইউ থেকে বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা সঠিকভাবে পরিপালিত হচ্ছে কি না তা তদারকি করতে হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দার, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.ফরিদ উদ্দিন, পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম চৌধুরী, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া, এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোখলেসুর রহমান। সম্মেলনে দেশে কার্যরত সকল ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তাবৃন্দ অংশ নিচ্ছেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়