News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৬, ২৯ আগস্ট ২০২৫
আপডেট: ১৪:১৬, ২৯ আগস্ট ২০২৫

সবজির দাম নিয়ন্ত্রণের বাইরে, বাড়তি চাপ আটা-ময়দা ও ডালে

সবজির দাম নিয়ন্ত্রণের বাইরে, বাড়তি চাপ আটা-ময়দা ও ডালে

ছবি: সংগৃহীত

সরবরাহ স্বাভাবিক থাকলেও প্রায় দুই মাস ধরে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। রাজধানীর বাজারগুলোতে আলু (২৫ টাকা) ও কাঁচা পেঁপে (৩০ টাকা) ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। টমেটো কেজি ১৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, ঢেঁড়স ও লম্বা বেগুন ৮০ টাকা, করলা ও ঝিঙা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। 

এদিকে শাকের দামও বাড়তি- পুঁইশাক ৫০-৬০ টাকা, লাউশাক ৪০-৬০ টাকা, অন্য শাক ২০-৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

সবজির পাশাপাশি আটা, ময়দা ও ডালের বাজারেও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। খোলা আটা কেজি ৪৮-৫০ টাকা (আগে ৪০-৪২), প্যাকেটজাত আটা ১১০ টাকা, খোলা ময়দা ৫৫ টাকা ও প্যাকেটজাত ময়দা ১৪০ টাকা বিক্রি হচ্ছে। ছোট দানার মসুর ডাল বেড়ে কেজি ১৬০ টাকা, আর মোটা দানার ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়।

পেঁয়াজ আমদানি বাড়লেও দাম কমেনি, কেজি ৮০-৮৫ টাকা রয়ে গেছে। অন্যদিকে ব্রয়লার মুরগি কেজি ১৭০-১৮০ টাকা এবং ডিম ডজনপ্রতি ১৪৫-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ

ক্রেতারা বলছেন, অতিরিক্ত দামের কারণে এখন আধা কেজি বা আড়াইশো গ্রাম করে সবজি কিনতে হচ্ছে। ব্যবসায়ীরাও বলছেন, দাম বেশি থাকায় বিক্রি কমে গেছে, ফলে তারাও ক্ষতির মুখে।

মুদি ব্যবসায়ীরা জানান, সরবরাহ কমায় আটা-ময়দার দাম বেড়েছে। আমদানি কম থাকায় ডালের বাজারও অস্থির। ক্রেতাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং জরুরি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়