News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫০, ২৬ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১২, ১৮ জানুয়ারি ২০২০

‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’

ছুটির দিনে শিশু-কিশোরদের ঢল

ছুটির দিনে শিশু-কিশোরদের ঢল

ঢাকা: আজ মহান স্বাধীনতা দিবস। সরকারি ছুটির দিন। এদিন ঘরে বসে না থেকে নানা বয়সীরা ভিড় করছেন বিশ্বসাহিত্য কেন্দ্রে। ‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’ শিরোনামে কেন্দ্রের চতুর্থ তলার চিত্রশালায় চলছে তিন দিনব্যাপী প্রদর্শনী, যেখানে স্থান পেয়েছে ভারত ও বাংলাদেশের ৫০ জন ফটোগ্রাফারের তোলা ৯৫টি আলোকচিত্র।

বুধবার বিকেলে প্রদর্শনীতে গিয়ে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়। বিশেষ করে শিশু ও কিশোর-কিশোরীদের উপস্থিতি ছিল ‍উল্লেখ করার মতো।
 
আট বছরের শিশু ফাহাদ। প্রদর্শনীতে এসেছে মায়ের আঙুল ধরে। একবার, এ ছবি; তো আরেক বার, ও ছবি। এভাবেই ফাহাদ প্রদর্শনীর আলোচিত্রগুলো দেখছিল।

ফাহাদকে কাছে ডাকতেই এক দৌঁড়ে সে চলে যায় মায়ের কোলে। মায়ের অনুমতি নিয়ে তবে সে রাজি হয় নিউজবাংলাদেশ.কমের সাথে কথা বলতে।

‘প্রদর্শনী কেমন লাগছে’ এমন এক প্রশ্নের জবাবে বেশ লজ্জা লজ্জা ভাব করে শিশু ফাহাদ বলল, “খুব ভালো লেগেছে, বেশি ভালো লেগেছে প্রজাপতি আর কাঠ বিড়ালির ছবিটা।”

ফাহাদের মা নাজনিন বেগম, চাকরি করেন একটি বেসরকারী ব্যাংকে। তিনি বলেন, “আজ ছুটির দিন, তাই ভাবলাম, ওকে (ফাহাদ) নিয়ে প্রদর্শনী ঘুরে যাই। আসলে এসব জায়গায় এলে শিশুদের মানসিকতায় কিছুটা হলেও পরিবর্তন আসে।”

নাজনিন বেগমের ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন জাহাঙ্গীর আলম নামের অন্য এক দর্শনার্থী। তিনিও পেশায় চাকরিজীবী। তাই সরকারি ছুটির দিনে চলে এসেছেন প্রদর্শনী দেখতে।

কথা হয় তার সঙ্গে। তিনি বলেন, “চলমান হরতাল-অবরোধের মধ্যে একটু প্রশান্তি পেতেই এখানে এসেছি। ছবিগুলো দেখে খুবই ভালো লাগছে। আসলে এ ধরনের আয়োজন বছরে একবার বা দুবার করলেই চলবে না। চাই বারবার। তাহলেই আমাদের তরুণ প্রজন্মের মন-মানসিকতার পরিবর্তন আসবে।”

‘দ্য মোমেন্ট ইন অ্যা ফ্রেম’ প্রতিষ্ঠাতা সভাপতি অমরাবতী অমরের সাথে কথা হয়। তিনি বলেন, “প্রথম দিনের তুলনায় আজ দর্শনার্থীদের বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, আগামী কাল শেষ দিনে আরও বেশি দর্শনার্থী প্রদর্শনীতে আসবেন।”

উল্লেখ্য, মঙ্গলবার বিকেল পাঁচটায় রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায় উদ্বোধন করা হয় এ চিত্র প্রদর্শনী।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী আগামী কাল শুক্রবার শেষ হবে। দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত।

প্রদর্শনীর মিডিয়া পার্টনার অনলাইনভিত্তিক নিউজ পোর্টাল নিউজবাংলাদেশ.কম।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়