News Bangladesh

খুলনা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৭, ৪ আগস্ট ২০২৫
আপডেট: ১৯:১৮, ৪ আগস্ট ২০২৫

স্বাস্থ্যসম্মতভাবে জলাশয় থেকে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপননের উদ্যোগ

স্বাস্থ্যসম্মতভাবে জলাশয় থেকে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপননের উদ্যোগ

ছবি: নিউজবাংলাদেশ

মৎস্যভান্ডার খ্যাত খুলনাঞ্চলের মাছচাষি, মাছশিকারী ও জেলেদের মাছ আহরণ, সংরক্ষণ ও বিপনন ব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে এফ এ ও। 

জাতিসংঘের এফএ ও তহবিলের জলবায়ূসহণশীল প্রকল্পের মাধ্যমে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল মৎস্য আহরণ কেন্দ্রে সোমবার স্থানীয় মৎস্যজীবীদের মাঝে প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বিল, জলাশয় ও ঘের থেকে মাছ আহরণে আগে পরিবেশ ও স্বাস্থ্য সম্মত উপায়ে মাছ আহরণ করত না। সম্পূর্ণ নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা মাছ শিকার, সংরক্ষণ, পরিচর্যা ও বিপনন করত। এতে মাছের গুনাগুণ নষ্ট হত শতকরা ৩০ ভাগ। তাই বিভিন্ন অসুবিধার কথা বিবেচনা করে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল, রুদাঘরা ও শিঙ্কা বিলের খালের মুখে পাকা ঘাট, নৌকা রাখার ব্যবস্থা, মাছ পরিষ্কার করাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা হাতে কলমে শেখানো হয়।

আরও পড়ুন: পাহাড়ে মসলার সুবাসে সম্ভাবনার চাষ

তাদের মাঝে, জাল, বাস্কেট, স্বাস্থ্যসম্মত টেবিল, বেলচা, ওজন দেয়ার ডিজিটাল মেশিন হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে খুলনা মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, এফএওর ন্যাশনাল কো অর্ডিনেটর ডঃ আবুল হাসনাত, ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ জিল্লুর রহমান রিগ্যান, এফএওর ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ মাসুদুর রহমান, ফিল্ড কো অর্ডিনেটর ডঃ রফিকুল ইসলাম খান প্রমূখ  উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন ( এফএও) তহবিলের সহায়তায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ৫টি উপজেলায় এ উদ্যোগ নেয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়