News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৮, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৪:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২০

সৌরভ ছড়িয়ে ওয়ানডেকে বিদায় ক্লার্কের

সৌরভ ছড়িয়ে ওয়ানডেকে বিদায় ক্লার্কের

ঢাকা: কোয়ার্টার আর সেমিতে দুই উপমহাদেশীয় দৈত্য পাকিস্তান ও ভারতের বিপক্ষে ব্যাট হাতে ধুকেছিলেন মাইকেল ক্লার্ক। তবে বিদায়ের মঞ্চে ঠিকই জ্বলে উঠলেন অজি দলপতি। রোববার ২০১৫ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড-বধের দিনে দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে নিউ সাউথ ওয়েলসের ব্যাটিং প্রতিভার নিকট থেকেই। কিংবদন্তি ইমরান খানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে দলকে শিরোপা জিতিয়ে অবসরে গেলেন ক্লার্ক।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দলীয় ৬৩ রানের মাথায় উইকেটে নেমেছিলেন ক্লার্ক, ডেভিড ওয়ার্নার আউট হওয়ার পর। সেই সময় এমসিজির ভরা স্টেডিয়াম করতালির মাধ্যমে অসি দলপতিকে অভিনন্দিত করেন। এরপর স্বচ্ছন্দে ব্যাটিং করে ৫৬ বলে অর্ধ শতক পূরণ করেন ক্লার্ক। অবশ্য শেষ পর্যন্ত দলকে জিতিয়েই মাঠ ছাড়তে পারেননি তিনি। ১০ চার ও ১ ছক্কায় ৭২ বলে ৭৪ রান করে ম্যাট হেনরির শিকার হন ৩৩ বছর বয়সী ক্রিকেটার।

২০০৩ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে অভিষিক্ত হওয়ার পর দেশের জার্সিতে ২৪৫ ম্যাচ খেলেন ক্লার্ক। তাতে ২২৩ ম্যাচ ব্যাট করে ৭ হাজার ৯৮১ রান করেন তিনি। সর্বোচ্চ রান ১৩০। গড় ৪৪.৫৮। সেঞ্চুরি ৮টি, হাফসেঞ্চুরি ৫৮টি। স্ট্রাইক রেট ৭৮.৯৮। রঙিন পোশাকের ক্রিকেটে ক্লার্ক সর্বমোট ১০৬টি ক্যাচ নিয়েছেন। চার মেরেছেন ৬৬৫টি, ছক্কা ৫৩টি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়