বিশ্বকাপ ট্রফির আদ্যোপান্ত
ঢাকা: ১১ কিলোগ্রাম ওজন আর ৬০ সেন্টিমিটার উচ্চতার ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি তৈরি হয়েছে সোনা আর রুপার দিয়ে। বিশ্বকাপ ট্রফির স্তম্ভ তিনটি তৈরি করা হয়েছে স্টাম্প ও বেলের আদলে।
ট্রফির মধ্যে থাকা গোলকটি ক্রিকেট বলের আকৃতি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-ক্রিকেটের তিনটি বিষয় নিয়েই একে তৈরি করা হয়েছে। ট্রফির গায়ে বেদিতে খোদাই করা থাকে আসরের চ্যাম্পিয়নের নামও। ট্রফির গায়ে বিশ্বকাপজয়ী দলের নাম লেখা থাকে। সোনা ও রুপার ট্রফিটি এমনভাবে করা, ট্রফির যে কোনো দিক থেকে দেখতে একই রকম লাগে।
আইসিসির প্রথম তিনটি বিশ্বকাপই অনুষ্ঠিত হয় ইংল্যান্ডেব। ব্রিটিশ বহুজাতিক বীমা কম্পানি প্রুডেন্সিয়াল পিএলসির নামে ট্রফি তিনটির নাম ছিল প্রুডেন্সিয়াল ওয়ার্ল্ড কাপ। প্রথম দুটি প্রুডেন্সিয়াল ট্রফি উঠেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েডের হাতে। আর শেষটি কপিল দেবের ভারতের।
শুরুর কথা: আইসিসির ক্রিকেট বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান ট্রফিটির প্রচলন খুব বেশি দিন হয়নি। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ সপ্তম আসর থেকে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে শুরু হয়েছে এটি।
১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম তিনটি আসরে বিমা প্রতিষ্ঠান প্রুডেন্সিয়ালের দেওয়া ট্রফি দেয়া হয়েছে চ্যাম্পিয়ন দলকে।
বিশ্বকাপের প্রথম তিন আসরে একই নকশার তিনটি ভিন্ন ট্রফি ব্যবহার করা হয়েছিল। ১৯৮৭ সালে ভারতে অনুষ্ঠিত চতুর্থ বিশ্বকাপে ব্যবহৃত হয় ভারতের রিলায়েন্স শিল্পগোষ্ঠীর ট্রফি। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বেনসন অ্যান্ড হেজেস বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় স্বচ্ছ স্ফটিকের তৈরি ট্রফি।
ছয়টি বিশ্বকাপ হয়ে যাওয়ার পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি বিশ্বকাপের ট্রফির সংস্কারের উদ্বোগ নেন। বিশ্বকাপ ফুটবলের মতো ক্রিকেটের ট্রফি মালিকানা কারও কাছে হস্তান্তর করা হবে না এটি থাকবে আইসিসির কাছে। সেই থেকে এই ট্রফি এখন দুবাইয়ে আইসিসির ভল্টেই সংরক্ষিত থাকে।
১৯৯৯ সাল থেকে এই ট্রফির একটি রেপ্লিকা তুলে দেওয়া হয়ে থাকে বিশ্ব চ্যাম্পিয়ন দলের হাতে। ১১ কেজি ওজনের এই ট্রফি প্রথমবারের মতো ছুঁয়ে দেখার অভিজ্ঞতা হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপ অস্ট্রেলিয়ার। এরপর ২০০৩ ও ২০০৭ সালে আরও দুবার এই ট্রফি ধরার অধিকার অর্জন করে বিশ্ব সেরা দলটি।
২০১১ সালে এই ট্রফি উঠেছিল ভারতের ক্রিকেট দলপতি মহেন্দ্র সিং ধোনির হাতে। আরা এবার ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপ ট্রফি জয় করলো অস্ট্রেলিয়া।
এ নিয়ে অজিদের ঘরে ১১ কেজি ওজনের সোনা-রুপোর বিশ্বাকাপ ট্রফি উঠলো মোট ৫ বার।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








