News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ২৯ মার্চ ২০১৫
আপডেট: ০৭:৫৮, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপে সেরাদের তালিকায় রিয়াদ-মুশফিক

বিশ্বকাপে সেরাদের তালিকায় রিয়াদ-মুশফিক

ঢাকা: নিউজিল্যান্ডের স্বপ্ন ভঙ্গ করে পঞ্চমবারের মতো বিশ্বকাপের ট্রফি জিতছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ট্রফি জেতার সাথে সাথে বিশ্বকাপ সেরাও হয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক।

তবে বিশ্বকাপের সেরাদের তালিকায় আছেন বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরারদের তালিকার ৯ নম্বরে আছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। তার রান ৩৬৫ রান। আর সর্বোচ্চ ডিসমিসালের দিক থেকে মুশফিকুর রহিমের অবস্থান পঞ্চম।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এক ম্যাচে তার সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১২৮ রান। সর্বোচ্চ রানের এ তালিকার সবার ওপরে মার্টিন গাপটিল।
বিশ্বকাপে নয় ম্যাচ খেলে তার রান ৫৪৭ রান করে সবার ওপরে উঠেছেন ২৮ বছর বয়সী ডানহাতি এ ব্যাটসম্যান। কুমার সাঙ্গাকারা সাত ম্যাচ খেলে করেছেন ৫৪১ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স আট ম্যাচ খেলে ৪৮২ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। নিউজিল্যান্ডের রস টেলর ছয় ম্যাচ খেলে ৪৩৩ রান নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন। ভারতের শিখর ধাওয়ান আট ম্যাচ খেলে ৪১২ রানে পঞ্চম স্থানে। শ্রীলংকান দিলশান সাত ম্যাচে ৩৯৫ রান নিয়ে ৬ষ্ঠ স্থানে। এছাড়া তিলকরত্নে দিলশান সাত ম্যাচ ৩৯৫ রান। ফাফ ডু প্লেসি সাত ম্যাচে ৩৮০ রান।

অন্যদিকে উইকেটের পেছনে দাঁড়িয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মুশফিকুর রহিম। ৮টি ডিসমিসাল নিয়ে সর্বোচ্চ ডিসমিসাল তালিকায় যৌথভাবে ৫ নম্বরে আছেন তিনি। নিয়েছেন ৭টি ক্যাচ, করেছেন ১টি স্ট্যাম্পিং। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মুশফিকুর রহিম একাই নিয়েছিলেন চারটি ক্যাচ।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়