News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৯, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১১, ১৮ জানুয়ারি ২০২০

ফ্যাক্টবক্স: ভারত-অস্ট্রেলিয়া

ফ্যাক্টবক্স: ভারত-অস্ট্রেলিয়া

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে মুখোমুখি দাঁড়াবে ভারত ও অস্ট্রেলিয়া। যেখান থেকে এক দল নাম লেখাবে ফাইনালে। ময়দানি সেই লড়াইয়ের আগে দুই বারের চ্যাম্পিয়ন ভারত ও চার বারের শিরোপাধারী অসিদের কুষ্ঠির খবর জেনে নেই-

অস্ট্রেলিয়া
অধিনায়ক: মাইকেল ক্লার্ক

কোচ: ড্যারেন লেহম্যান

স্কোয়াড: মাইকেল ক্লার্ক, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, জর্জ বেইলি, প্যাট কামিন্স, জাভিয়ের দোহার্টি, জেমস ফকনার, ব্রাড হাডিন, জোস হ্যাজলউড, মিশেল জনসন, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ ও মিশেল স্টার্ক।

২০১৫ বিশ্বকাপে: ম্যাচ- ৭, জয়- ৫, হার- ১ ও পরিত্যক্ত- ১।

টপ পারফরম্যান্স:
ম্যাক্সওয়েল (৩০১ রান): দারুণ ফর্মে আছেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার এই ব্যাটসম্যান। অপ্রথাগত শটে প্রতিপক্ষ বোলারদের নাস্তানাবুদ করতে ওস্তাদ। চলতি বিশ্বকাপে একটি সেঞ্চুরিও আছে তার। অফস্পিনে পাঁচটি উইকেটও আছে এই অলরাউন্ডারের।

ওয়ার্নার (২৮৮): এই বিশ্বকাপে ৫৭.৬০ গড়ে রান সংগ্রহ করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে ১৭৮ রান সংগ্রহ করেছিলেন তিনি।

স্টার্ক (১৮ উইকেট): ৯.৭৭ গড়ে ১৮টি উইকেট দখল করেছেন স্টার্ক। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের পর বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

ভারতকে হারাতে হলে: বোলিংয়ের শুরুতেই ভারতীয় ব্যাটসম্যানদের নাড়িয়ে দিতে হবে। অন্যদিকে ব্যাটিংয়ের শুরুর দিকে ভারতীয় বোলারদের সামলে নেয়ার দুরুহ দায়িত্ব পালন করতে হবে ওয়ার্নার-ফিঞ্চদের।

ভারত
অধিনায়ক: মহন্দ্রে সিং ধোনি

কোচ: ডানকান ফ্লেচার

স্কোয়াড: মহেন্দ্র ধোনি, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, স্টুয়ার্ট বিন্নি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আম্বাতি রায়ডু, আকসার প্যাটেল, রবিচন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, উমেশ যাদব ও মোহিত শর্মা।

২০১৫ বিশ্বকাপে: ম্যাচ- ৭, জয়- ৭।

টপ পারফরম্যান্স:
ধাওয়ান (৩৬৭ রান): এই বিশ্বকাপে দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ইনিংসের শুরুতে রোহিত শর্মার সাথে তার পার্টনারশিপ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কোহলি (৩০৪ রান): পাকিস্তানের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। কিন্তু অ্যাডিলেডে ১০৭ রানের দুর্ধর্ষ ইনিংসের পর থেকে আর একটি হাফসেঞ্চুরিও করতে পারেননি ভারতীয় ক্রিকেটের পোস্টারবয়।

সামি (১৭ উইকেট): ত্রিদেশীয় সিরিজে ক্লিক করতে না পারলেও বিশ্বকাপে দারুণভাবে ফিরে এসেছেন মোহাম্মদ সামি। বুদ্ধিদীপ্ত বোলিং ও বাউন্সারে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন। চলতি বিশ্বকাপে সাত ম্যাচে ১৭টি উইকেট দখল করেছেন তিনি।

অস্ট্রেলিয়াকে হারাতে হলে: ইনিংসের শুরুর দিকে স্টার্কের বিপক্ষে ভালো ব্যাটিং করতে হবে। কোহলিকে দীর্ঘ সময় উইকেটে অবস্থানে মনযোগী হতে হবে। কেননা গত চার মাসে তিন ফরম্যাটেই ভারতের বিপক্ষে অপরাজিত অস্ট্রেলিয়া।

হেড টু হেড:

মোট ম্যাচ: ১১৭টি। অস্ট্রেলিয়ার জয় ৬৭, ভারতের জয় ৪০। ম্যাচ অমিমাংসিত- ১০টি।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে: দু দলের মোট ম্যাচ ১৪। অস্ট্রেলিয়ার জয় ১২, ভারতের ১, ম্যাচ অমিমাংসিত ১টি।

সর্বশেষ ম্যাচ: গত জানুয়ারিতে। ১৬ ওভার হওয়ার পর বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়