এশিয়া কাপের স্কোয়াডেও জায়গা হয়নি বাবর আজমের

ছবি: সংগৃহীত
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর দল থেকে বাদ পড়েন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। ধারণা করা হচ্ছিল, আসন্ন এশিয়া কাপে তাকে ফিরিয়ে আনা হবে। তবে ঘোষিত স্কোয়াডেও জায়গা হয়নি তার। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে বাবরের ফেরা প্রসঙ্গে কথা বলেছেন পাকিস্তান দলের কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, বাবরকে কিছু নির্দিষ্ট জায়গায় উন্নতির পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে স্পিনের বিপক্ষে খেলা ও সামগ্রিক স্ট্রাইক রেট বাড়ানোর দিকে নজর দিতে বলা হয়েছে।
মাইক হেসন বলেন, “বাবর কঠোর পরিশ্রম করছে। এত বড় মাপের ক্রিকেটারকে একেবারেই বিবেচনার বাইরে রাখা যায় না। তবে বর্তমান খেলোয়াড়রা দুর্দান্ত খেলছে। ফারহান মাত্র ছয় ম্যাচ খেলে তিনবার ম্যাচসেরা হয়েছে।”
বর্তমানে টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট ১২৯, যা আধুনিক মানদণ্ডে কিছুটা পিছিয়ে। তাই তাকে বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার পরামর্শ দিয়েছেন হেসন। তার মতে, বিবিএলে ভালো পারফরম্যান্স বাবরের জাতীয় দলে ফেরার পথ খুলে দিতে পারে।
আরও পড়ুন: ন্যান্টেসকে হারিয়ে লিগ ওয়ানে জয় দিয়ে শুরু পিএসজির
এশিয়া কাপে ‘এ’ গ্রুপে খেলবে পাকিস্তান। তাদের প্রথম ম্যাচ ১২ সেপ্টেম্বর দুবাইয়ে ওমানের বিপক্ষে। এরপর ১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি