News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৬, ১৮ আগস্ট ২০২৫

ন্যান্টেসকে হারিয়ে লিগ ওয়ানে জয় দিয়ে শুরু পিএসজির

ন্যান্টেসকে হারিয়ে লিগ ওয়ানে জয় দিয়ে শুরু পিএসজির

ছবি: সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু হয়েছে ১৫ আগস্ট। তবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) মাঠে নামে রবিবার (১৭ আগস্ট)। ন্যান্টেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে লুইস এনরিকের শিষ্যরা। একমাত্র গোলটি করেছেন ভিতিনহা।

পুরো ম্যাচেই আধিপত্য বিস্তার করে খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। পিএসজি মোট ১৮টি শট নিলেও প্রতিপক্ষ গোলরক্ষক অ্যান্টনি লোপেজের দুর্দান্ত সেভে গোল পাচ্ছিল না তারা। অন্যদিকে ন্যান্টেসের শট ছিল মাত্র ৫টি।

শেষ পর্যন্ত ম্যাচের ৬৭তম মিনিটে ভিতিনহার করা গোলেই জয় নিশ্চিত করে লা পারিসিয়ানরা।

আরও পড়ুন: যুব বিশ্বকাপের টিকিট পেলো যে ১৬ দেশ

এই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবল জয়ীরা। আগামী সপ্তাহে দ্বিতীয় ম্যাচে অ্যাঞ্জার্সের বিপক্ষে নিজেদের মাঠে খেলবে পিএসজি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়