যুব বিশ্বকাপের টিকিট পেলো যে ১৬ দেশ
ছবি: সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ পুরুষ ওয়ানডে বিশ্বকাপ আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে এ আসরে খেলায় অংশ গ্রহণের জন্য ১৬টি দল টিকিট নিশ্চিত করেছে। সবশেষ দল হিসেবে আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিয়েছে যুক্তরাষ্ট্র। আর্জেন্টিকাকে হারিয়ে জায়গা করে নেয় দলটি।
শুক্রবার (১৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের বিপক্ষে ব্যাট করতে নেমে ১৫.৫ ওভারে মাত্র ৩৫ রানে অলআউট হয় আর্জেন্টিনা। জবাব দিতে নেমে ৬ ওভার ১ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।
এছাড়া চলতি বছরের গত এপ্রিলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড ও তানজানিয়া। জিম্বাবুয়ে সরাসরি টিকিট পায় স্বাগতিক হিসেবে। নামিবিয়া স্বাগতিক হলেও পূর্ণ সদস্য না হওয়ায় তাদের খেলতে হয় বাছাইপর্ব, বাছাইপর্ব উতরাতে পারেনি তারা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি বব সিম্পসন আর নেই
এদিকে, সরাসরি টিকিট নিশ্চিত করেছে ২০২৪ বিশ্বকাপের সেরা ১০ দল। তারা হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








