অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি বব সিম্পসন আর নেই
বব সিম্পসন। ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিত্ব বব সিম্পসন আর নেই। মৃত্যুকালে তার বয়স য়েছিল ৮৯ বছর।
শনিবার (১৬ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড শোক প্রকাশ করে বলেন, “বব সিম্পসন ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের এক মহান ব্যক্তি। যারা তাঁর খেলা দেখার সৌভাগ্য পেয়েছেন বা তাঁর জ্ঞান থেকে উপকৃত হয়েছেন, তাদের জন্য এটি এক শোকের দিন।”
সিম্পসন ১৯৫৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক করেন। ১৯৫৭ থেকে ১৯৭৮ পর্যন্ত তিনি খেলেছেন ৬২ টেস্ট, ৪৬.৮১ গড়ে ৪,৮৬৯ রান করেন এবং ৭১ উইকেট নেন। তিনি ছিলেন অসাধারণ স্লিপ ফিল্ডার, ক্যাচের সংখ্যা ১১০। ব্যাটিংয়ের পাশাপাশি লেগ স্পিনও করতেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান ২১,০২৯ এবং উইকেট ৩৪৯।
আরও পড়ুন: প্রথম ম্যাচেই লিভারপুলের দুর্দান্ত জয়
অলরাউন্ডার হিসেবে অভিষেক হলেও ষাটের দশকে তিনি দলের নির্ভরযোগ্য ওপেনিং ব্যাটসম্যান হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৬৪ সালে এক মৌসুমে ১,৩৮১ রান করেছিলেন, যা তখনকার রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে খেলেছিলেন ৩১১ রানের সর্বোচ্চ ইনিংস।
নিউজবাংলাদেশ.কম/এসবি








