প্রথম ম্যাচেই লিভারপুলের দুর্দান্ত জয়
ছবি: সংগৃহীত
গত মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে দারুণ ছন্দে থাকা লিভারপুল নতুন মৌসুমও শুরু করল জয় দিয়ে। ঘরের মাঠে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে অলরেডরা।
শুক্রবার (১৫ আগস্ট) ম্যাচের ৩৭ মিনিটে অভিষিক্ত উগো একিতিকের গোলে এগিয়ে যায় লিভারপুল। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন ডাচ ফরোয়ার্ড হাকপো। তবে ৬৪ ও ৭৬ মিনিটে সেমেনিওর দুটি গোলে সমতায় ফেরে বোর্নমাউথ।
শেষ মুহূর্তে আবারও জ্বলে ওঠে অলরেডরা। ৮৮ মিনিটে বদলি নামা ইতালিয়ান ফরোয়ার্ড চিয়েসা ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন। আর যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চমৎকার প্লেসিং শটে জাল খুঁজে পান মোহামেদ সালাহ। ফলে ৪-২ ব্যবধানের জয় নিয়েই মৌসুম শুরু করল লিভারপুল।
আরও পড়ুন: তানজিদ-ইমনের বোঝাপড়ায় আশাবাদী কোচ সালাউদ্দিন
নতুন মৌসুমে একিতিকে, ফ্লোরিয়ান উইয়ার্টজদের মতো রিক্রুট নিয়ে গড়া দল মাঠে নামিয়েই দাপট দেখাল ইংলিশ জায়ান্টরা। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রমাণ করেছে শিরোপা ধরে রাখার জন্য তারা প্রস্তুত।
নিউজবাংলাদেশ.কম/এসবি








