News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৫, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তানের নতুন অধিনায়ক আজহার আলি

পাকিস্তানের নতুন অধিনায়ক আজহার আলি

ঢাকা: ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আজহার আলি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহারিয়ার খান বিষয়টি নিশ্চিত করে। অভিজ্ঞ মিসবাহ উল হকের স্থলাভিষিক্ত হলেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

রঙিন পোশাকে গত দু বছর দেশের জার্সি গায়ে চড়াতে পারেননি, পাকিস্তানের বিশ্বকাপ দলেরও অংশ ছিলেন না আজহার। কিন্তু আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন পাঞ্জাবি ক্রিকেটারই। মূলত কোচ ওয়াকার ইউনিস ও গত হতে চলা মিসবাহ উল হকের সমর্থনে ভাগ্যের শিঁকে ছেড়ে তার।

ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে ১৪ ম্যাচ খেলে ৪৫২ রান সংগ্রহ করেছেন আজহার। গড় ৪১.০৯। লর্ডসে ২০১০ সালের জুলাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত হয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। আর সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৩ সালের জানুয়ারিতে, ভারতের বিপক্ষে।

নতুন অধিনায়ক নির্বাচিত করা নিয়ে পিসিবি প্রধান বলেন, “আজহার অধিনায়ক হওয়ার যোগ্যতা প্রমাণ করেছে, ব্যাট হাতেও সে স্বচ্ছন্দ।” অন্যদিকে ওয়ানডে দলের সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান সরফরাজ সরফরাজ আহমেদকে।

প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন ‘বুড়ো’ মিসবাহ উল হকই, টি-টোয়েন্টিতে শহীদ আফ্রিদি আর ওয়ানডেতে আজহার আলি।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়