আরচারি ফেডারেশন পেলো ৭৫ লাখ টাকা
ঢাকা: বাংলাদেশ আরচারি ফেডারেশনের ২০১৫ সালের ক্রীড়া কার্যক্রম পরিচালনায় জন্য বার্ষিক অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পেয়েছে।
সোমবার ফেডারেশনের নিয়মিত ডেভেলপমেন্ট পার্টনার উত্তরা ব্যাংক লিমিটেড সেনাসদরে বার্ষিক অনুদান হিসেবে এ চেক হস্তান্তর করেছে।
ফেডারেশনের কাছে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান ও মোশারফ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লে. জেনারেল মো. মইনুল ইসলাম। এডব্লিউসি, পিএসসি, সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, কোষাধ্যক্ষ্য সাহাব উদ্দিনসহ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








