ওয়াটার পোলোতে চ্যাস্পিয়ন সেনাবাহিনী
ঢাকা: স্বাধীনতা দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে তারা বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এ প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও পুলিশ ওয়াটার পোলো দল অংশগ্রহণ করে। সোমবার বিকেলে চূড়ান্ত খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৩-১ গোলে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। এর আগে প্রতিয়োগিতায় বাংলাদেশ পুলিশ ৪-০ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে পরাজিত করে ৩য় স্থান অর্জন করে।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের মাননীয় সভাপতি ও নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, এনবিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় চ্যাম্পিয়ন, রানার আপ এবং ৩য় স্থান অর্জনকারী দলসমূহকে ট্রফি এবং খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব শিবনাথ রায়। এ সময় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








