News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৭, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

নাইট রাইডার্সে আজহার মাহমুদ

নাইট রাইডার্সে আজহার মাহমুদ

ঢাকা: কলকাতা নাইট রাইডার্সে ডাক পেলেন পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদ ও দক্ষিণ আফ্রিকান স্পিনার জোহান বোথা। নিউজিল্যান্ডের জেমস নিশাম ও অস্ট্রেলিয়ার ক্রিস লিনের বিকল্প হিসেবে শাহরুখ খানের দলে যোগ দিলেন তারা।

‘রহস্যজনক’ ইনজুরির কারণে এখনো ম্যাচ ফিট হতে পারেনি জেমস নিশাম। একই কারণে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলেও সুযোগ পাননি তিনি। তাই কিউই অলরাউন্ডারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না কেকেআর টিম ম্যানেজম্যান্ট। অন্যদিকে অস্ট্রেলিয়ান গ্রীষ্মে দারুণ সময় কাটানো লিন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অনিশ্চিত হয়ে পড়েন।

আগামী ৮ এপ্রিল আইপিএলের নতুন মৌসুম শুরুর আগে হুট করে দলে দুই নতুন তারকার অন্তর্ভূক্তি নিয়ে কেকেআরের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেঙ্কি মাইশুর বলেন, “নিশাম ও লিনের ঝরে পড়াটা অনাহুত সময়ে। কিন্তু আশা রাখছি মাহমুদ ও বোথা তাদের অভাবটা ভালোভাবেই পূরণ করতে পারবে।”

সাকিব আল হাসানের খেলা নিয়ে কেকেআর কর্মকর্তার ভাষ্য, সে মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলবে। আর পাকিস্তান সিরিজের সময়সূচি অনুযায়ী অন্যান্য খেলায় তার অংশগ্রহণ নির্ভর করবে। বিসিবি এই বিষয়ে আমাদের পুরো সহযোগিতা করছে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়