News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৩, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

বিশ্বকাপ: ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বাংলাদেশি টিভিকর্মী গ্রেফতার

বিশ্বকাপ: ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বাংলাদেশি টিভিকর্মী গ্রেফতার

ক্রিকেট বিশ্বকাপ কাভার করতে অস্ট্রেলিয়ায় যাওয়া বাংলাদেশি এক টিভি চ্যানেলের কর্মী ধর্ষণচেষ্টার দায়ে গ্রেফতার হয়েছেন। নিজেকে বেসরকারি এশিয়ান টিভির স্টাফ হিসেবে দাবি করেছেন তিনি। তবে এশিয়ান টিভির পক্ষ থেকে বলা হয়, সোহেল হোসেন নামের ওই ব্যক্তি এশিয়ান টিভির একজন নিয়মিত স্টাফ হলেও বিশ্বকাপ কাভার করতে তাকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়নি।

সোমবার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, বিশ্বকাপ চলাকালে গত ২১ মার্চ রাতে মেলবোর্নে হোস্টেল ধরনের এক বোর্ডিংয়ে ওই ঘটনা ঘটে। এ ধরনের আবাসিক বোর্ডিংগুলোতে একই কক্ষে অপরিচিত একাধিক লোক আলাদা আলাদা সিট ভাড়া নিয়ে থাকতে পারেন (এক সময়ে বাংলাদেশে প্রচলিত ‘চিৎ-কাত বোর্ডিংয়ের’ মতো)। হোটেল সূত্র জানায়, রাতে একই রুমের বাসিন্দা ঘুমন্ত এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন ওই ‘সাংবাদিক’। পরে তার অভিযোগ শুনে হোটেল কর্তৃপক্ষ ঘটনা পুলিশকে জানায়।

ঘটনাটি অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফেজলুল বারী সোমবার তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

সূত্র জানায়, সোহেল হোসেনের বাড়ি নরসিংদী জেলায়। তিনি মেলবোর্নের পুলিশকে জানান, বিশ্বকাপ কাভার করতে অস্ট্রেলিয়া এসেছেন।

সূত্র আরও জানায়, ঢাকায় তার অফিস জানে এখানে তার পাসপোর্ট হারিয়ে গেছে! কিন্তু মেলবোর্নের তথ্য হচ্ছে-- তার পাসপোর্ট জব্দ করেছে পুলিশ!

এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ রেকর্ড করেছে এবং তার পাসপোর্ট জব্দ করেছে। তবে তাকে আটক রাখা হয়নি। কিন্তু পরবর্তী হাজিরার দিনে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। অর্থাৎ মামলা শেষ না হওয়া পর্যন্ত দেশে ফিরে যেতে পারবেন না তিনি।

বিষয়টি ইমিগ্রেশন পর্যন্ত গড়ালে ভিসা বাতিলের পর মামলা শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হতে পারে।

উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে গিয়ে যাওয়ার পথে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক পেয়ার রহমানের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ ওঠে। তিনি এখন অস্ট্রেলিয়ার কারাগারে আছেন। তার বিরুদ্ধে অভিযোগ, অস্ট্রেলিয়া যাওয়ার পথে উড়োজাহাজেই এক নারীকে উত্যক্ত করেছিলেন তিনি। ওই নারীর অভিযোগের ভিত্তিতে সিডনি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে যায় অস্ট্রেলিয়া পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়