আইপিএলে খেলবেন সাকিব
ঢাকা: পাকিস্তান সিরিজ শুরুর আগেই আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের আগে তিনি আইপিএলের দুটি ম্যাচ খেলার অনুমতি পেয়েছেন। বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ভারতের ঘরোয়া ক্রিকেটে অন্যতম সেরা টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে আগামী ৮ এপ্রিল। পাকিস্তান সিরিজের আগে সাকিবের আইপিএল খেলার সুযোগ আছে কিনা এমন প্রশ্নে জালাল ইউনুস বলেন, “পাকিস্তান সিরিজের আগে সাকিব আইপিএলের দুটি ম্যাচ খেলবে। এরপর সাকিব দেশে ফিরে এসে পাকিস্তান সিরিজে যোগ দেবেন। পাকিস্তান সিরিজ শেষে যদি সাকিবের দলের খেলা থাকে তাহলে সেই ম্যাচগুলোতে সাকিব খেলার সুযোগ পাবেন।”
গত তিন মৌসুমের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়েই শুরু হবে আইপিএলের জমজমার টি-টোয়েন্টির লড়াই। কলকাতা নাইট রাইডার্সের হয়ে উদ্ধোধনী (৮ এপ্রিল) ম্যাচেই আইপিএল কাঁপাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এরপর (১১ এপ্রিল) কলকাতার নাইট রাইডার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। এরপর ঘরের মাঠে পাকিস্তান সিরিজে অংশ নেবেন তিনি।
বাংলাদেশে পাকিস্তান সফরের বিষয়ে জানতে চাইলে জালাল ইউনুস বলেন, “আগামী ১৩/১৪ এপ্রিল পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসার কথা রয়েছে। তবে পাকিস্তান সিরিজ শুরুর দিন তারিখ দু-এক দিনের মধ্যে জানিয়ে দেয়া হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে
নিউজবাংলাদেশ.কম








