News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৯, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ০০:১৩, ১৮ জানুয়ারি ২০২০

টাইগারদের উন্নতি চোখে ধরেছে টেলিগ্রাফের

টাইগারদের উন্নতি চোখে ধরেছে টেলিগ্রাফের

ঢাকা: আবার হলুদ-রাঙা বিশ্বকাপ। পঞ্চম বারের মতো বিশ্বকাপ ট্রফি ঘরে উঠিয়েছে অস্ট্রেলিয়া।

কিন্তু দীর্ঘ এই টুর্নামেন্টে অজিরা ছাড়াও অন্যান্য দেশের ক্রিকেটাররাও ব্যাট, বল, ফিল্ডিং ও অন্যান্য তুল্যমানে নজর কেড়েছে বিশ্বের। বাদ পড়েনি বাংলাদেশও। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী টেলিগ্রাফ পত্রিকা এক প্রতিবেদনে মাশরাফি মুর্তজা বাহিনীর পারফরম্যান্সকে ‘সবচেয়ে প্রেরণাদায়ী উন্নয়ন’ বলে অভিহিত করেছে।

টেলিগ্রাফ পত্রিকা ওই প্রতিবেদনে লিখে, “২০০০ সালে ‘অপরিণত’ অবস্থায় টেস্ট স্ট্যাটাস পায় বাংলাদেশ। কিন্তু সদ্য শেষ হওয়া বিশ্বকাপের আগে খুব বেশি উন্নতির ছাপ দেখাতে পারেনি দলটি। তাদের তরুণ ব্যাটসম্যানরা দারুণ প্রতিভার অধিকারী। হ্যাঁ, বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেট ব্যবস্থা যথেষ্ঠ উন্নত নয়, কিন্তু তরুণ প্রতিভার ক্ষেত্রে দেশটি উৎপাদনশীল।”

টেলিগ্রাফের বিচারে টুর্নামেন্টের সবচেয়ে বড় সিলেকশন মিসটেক হলো ওয়েস্ট ইন্ডিজ দল থেকে কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্রাভোর কর্তন। দক্ষিণ আফ্রিকা দল থেকে রায়ান ম্যাকলারেনের ছেটে ফেলাকেও মাইনেস মার্কিং করেছে টেলিগ্রাফের বিশ্লেষকরা।

তাছাড়াএকাদশতম ক্রিকেটযজ্ঞে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের পারফরম্যান্সেও অভিভূত পত্রিকাটি। টেলিগ্রাফের বিচারে ২০১৫ বিশ্বকাপে উপরোক্ত তিন দলই তাদের পূর্ণ শক্তি ব্যবহার করতে সক্ষম।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়