বিশ্বকাপের সেরা একাদশে নিউজিল্যান্ডের আধিপত্য
ঢাকা: অস্ট্রেলিয়ার কাছে শিরোপা হারতে পারে নিউজিল্যান্ড, কিন্তু বিশ্বকাপের সেরা একাদশে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জয়জয়কার।
সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত বিশ্বকাপ একাদশে জায়গা পেয়েছেন পাঁচ কিউই ক্রিকেটার। তারা হলেন মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককুলাম, ড্যানিয়েল ভেট্টোরি, কোরি অ্যান্ডারসন ও ট্রেন্ট বোল্ট।
দ্বিতীয় সর্বোচ্চ তিন জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। এই ত্রয়ী হলেন- স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও টুর্নামেন্ট সেরা মিশেল স্টার্ক। বিশ্বকাপের সেরা একাদশে দক্ষিণ আফ্রিকা থেকে জায়গা পাওয়া দুই ক্রিকেটার হলেন এবি ডি ভিলিয়ার্স ও মরনে মরকেল। বাকি একজন শ্রীলঙ্কার। তিনি কুমার সাঙ্গাকারা। দ্বাদশ ব্যক্তি জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর।
এই দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে ব্রেন্ডন ম্যাককুলামকে। তবে মজার বিষয় হলো ২০১৫ বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কোনো ক্রিকেটারই জায়গা করে নিতে পারেননি। আইসিসির ওই নির্বাচক প্যানেল বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ, আরব আমিরাতের সাইমান আনোয়ার, ভারতের রবিচন্দন অশ্বিন, উমেশ যাদব ও মোহাম্মদ সামি এবং পাকিস্তানের ওয়াহাব রিয়াজকে একাদশে অন্তর্ভূক্ত করতে না পারার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
আইসিসি বিশ্বকাপ একাদশ:
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), ব্রেন্ডন ম্যাককুলাম (নিউজিল্যান্ড/অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), মিশেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা) ও দ্বাদশ ব্যক্তি: ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে)।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








