News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৫, ২৫ মার্চ ২০১৫
আপডেট: ১৮:১৫, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তান সিরিজে ফিরতে চান সোহাগ গাজী

পাকিস্তান সিরিজে ফিরতে চান সোহাগ গাজী

ঢাকা: ২০১২ সালে ঢাকায় অভিষেক টেস্টে বিশ্ব রেকর্ড করেছিলেন স্পিনার সোহাগ গাজী। অভিষেকের পর জাতীয় দলের হয়ে টানা দুই বছর দারুণ ফর্মে থেকে ক্রিকেট খেলেছেন ২৩ বছর বয়সী স্পিনার। স্বপ্ন ছিলো বিশ্বকাপেও বোলিংয়ে চমক দেখানোর। কিন্তু বিশ্বকাপের আগে তার বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে অভিযোগ তোলে আইসিসি। এ কারণে তার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেস্তে যায়। যদিও অস্ট্রেলিয়া বিশ্বকাপের পূর্ব মুহূর্তে সেই অভিযোগ থেকে মুক্ত হয়েছেন সোহাগ গাজী।

বিশ্বকাপে খেলতে না পারলেও দলের পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন এ স্পিনার। তার ভাষায়, বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স অবিশাস্য। বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে (জাতীয় ক্রিকেট লিগ) দারুণ পারফরম্যান্স করেছেন গাজী।

এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে আত্মপ্রত্যয়ী বাংলাদেশের ডানহাতি অফস্পিনার। দেরিতে নয়, এপ্রিলে ঘরের মাঠে পাকিস্তান সিরিজে জাতীয় দলে ফিরতে চান তিনি।

নিজের পারফরম্যান্স নিয়েও আত্মবিশ্বাসী জাতীয় দলের এ স্পিনার। বুধবার মোবাইলে নিউজবাংলাদেশকে তিনি বলেন, “বিশ্বকাপে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলেছে। সত্যি বলতে বাংলাদেশ বিশ্বকাপে এতো ভালো করবে এটা সত্যি অবিশ্বাস্য। বিশেষ করে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলা ছিলো অবিশাস্য জয়। ইংল্যান্ডের বিপক্ষে জয়ে আমি খুবই খুশি। কারণ ওরা বাংলাদেশকে অবহেলা করে থাকে।”

জানুয়ারিতে ভারতের চেন্নাইয়ে শোধরানো বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন এই টাইগার স্পিনার। অতীত অভিজ্ঞতা গাজীকে জাতীয় দলে ফেরার ব্যাপারে খুব বেশি ফুরফুরে মনে হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, “জাতীয় ক্রিকেট লিগে নিজের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছি। অপেক্ষায় আছি দলে সুযোগ পাওয়ার। সুযোগ পেলে আগের মতোই খেলতে পারবো।”

সোহাগ গাজী গত বছরের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন। এরপর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি।
অভিষেকের পর এ পর্যন্ত ১০টি টেস্ট ও ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে একটি শতকও রয়েছে তার।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়